হোম > সারা দেশ > বরগুনা

মিথ্যা মামলা করে নিজেই ফেঁসে গেলেন বাদী 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মিথ্যা যৌন হয়রানি মামলা করায় বাদী শিখা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, ২০১৪ সালে আমতলীর সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানির অভিযোগ এনে পৌর কাউন্সিলর মো. জান্নাতুল ফেরদৌসের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামি ফেরদৌসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় থাকলেও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামি জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌসকে নারী শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয়। 

চলতি বছর ২ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিখা রানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে পুলিশ শিখা রানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মো. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানি করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দেয়। পরে বিচারক বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। 

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় আমি বিচার চাই। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শিখা রানীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম