বরগুনার আমতলী-কলাপাড়া মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের রফেজ হাওলাদারের ছেলে।
জানা গেছে, মিজানুর চিলা থেকে যাত্রী নিয়ে আমতলী-কলাপাড়া মহাসড়ক হয়ে আমতলী আসছিলেন। এ সময় ওই মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।