হোম > সারা দেশ > বরিশাল

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে বরগুনার ১১ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকায় এফবি জুবায়দুল হক নামের একটি ট্রলার ১১ জেলে নিয়ে তিন দিন ধরে ভাসছে। আজ বৃহস্পতিবার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত মঙ্গলবার থেকে সুন্দরবনের হিরণ পয়েণ্ট এলাকায় ট্রলারটি ভাসছে দেখা গেছে। ট্রলারের মালিক আবুল কালাম ও জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘গত ২৯ জুলাই পাথরঘাটার মৎস্য ঘাট থেকে সমুদ্রে যাওয়ার সব রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় জেলেরা। এরপর মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।’ পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে আসলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ট্রলারের মালিককে জেলেরা মোবাইল ফোনে তাদের উদ্ধারের অনুরোধ করেন বলে জানান তিনি।

কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ ছত্তার সিপিও মোবাইল ফোনে বলেন, ‘এ রকম খবর এর আগে পাইনি, আপনার মাধ্যমেই শুনলাম। খোঁজ–খবর নিচ্ছি, আমাদের টহল টিমকে জানাচ্ছি, তারা উদ্ধার কাজ শুরু করবেন।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা