হোম > সারা দেশ > বরিশাল

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে বরগুনার ১১ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকায় এফবি জুবায়দুল হক নামের একটি ট্রলার ১১ জেলে নিয়ে তিন দিন ধরে ভাসছে। আজ বৃহস্পতিবার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত মঙ্গলবার থেকে সুন্দরবনের হিরণ পয়েণ্ট এলাকায় ট্রলারটি ভাসছে দেখা গেছে। ট্রলারের মালিক আবুল কালাম ও জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘গত ২৯ জুলাই পাথরঘাটার মৎস্য ঘাট থেকে সমুদ্রে যাওয়ার সব রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় জেলেরা। এরপর মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।’ পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে আসলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ট্রলারের মালিককে জেলেরা মোবাইল ফোনে তাদের উদ্ধারের অনুরোধ করেন বলে জানান তিনি।

কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ ছত্তার সিপিও মোবাইল ফোনে বলেন, ‘এ রকম খবর এর আগে পাইনি, আপনার মাধ্যমেই শুনলাম। খোঁজ–খবর নিচ্ছি, আমাদের টহল টিমকে জানাচ্ছি, তারা উদ্ধার কাজ শুরু করবেন।

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল