হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে জেলেদের ওপর ট্রলিং জাহাজের হামলা, আহত ৫

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি শাহনাজ নামের একটি ট্রলারে সি হার্ট-৬ নামের একটি ফিসিং ভ্যাসেল (মাছধরা ট্রলিং) হামলা চালিয়েছে। এতে পাঁচ জেলে আহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাঝি মো. মনির হোসেন ট্রলার মালিক সমিতিতে এমন অভিযোগ জানিয়েছেন। 

ট্রলারের মাঝি মনির হোসেন জানান, গত শনিবার রাতে বঙ্গোপসাগরের গভীরে তাঁরা ফিশিং ভ্যাসেলের জেলেদের হামলার শিকার হন। হামলায় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংড়া গ্রামের ছালাম বয়াতীর ছেলে কবির বয়াতী (৪০), তাঁর ভাই মনির হোসেন বয়াতী (৩০), ওই গ্রামের খালিল মোল্লার ছেলে সুমন (২৫), পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট পাথরঘাটা এলাকার মনিরের ছেলে শাহিন (২২) ও কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবেদ আলী ছেলে শানু (৪৮) আহত হন। 

মনির জানান, তাঁরা গত ২৯ সেপ্টেম্বর পাথরঘাটা মৎস্যঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান। শনিবার সন্ধ্যার পর মাছ শিকারের জন্য জাল ফেলে অপেক্ষা করেন জেলেরা। রাত আটটার দিকে সি হার্ট-৬ নামের একটি ট্রলি পূর্ব দিক থেকে এসে টর্চ লাইটের সংকেতে মাছধরা ট্রলারটিকে সামনে থেকে সরে যেতে বলে। এর কিছুক্ষণ পরেই তারা ট্রলারের প্রায় ৩০ পিচ জাল কেটে নিয়ে যায়। জাল কাটার বিষয়টি জানতে ট্রলারের মাঝি মনির হোসেন ট্রলার নিয়ে ভ্যাসেলের কাছাকাছি যান। এ সময় ভ্যাসেল থেকে ট্রলারের জেলেদের ওপর লোহার পাইপ ও বড় বড় পাথর দিয়ে হামলা চালানো হয়। ট্রলারের জেলেরা আত্মরক্ষার জন্য ব্রিজের মধ্যে ঢুকে পরেন। ভ্যাসেল থেকে নিক্ষেপ করা পাথর ও লোহার পাইপের আঘাতে ট্রলারের পাঁচ জেলে আহত হয়। 

জানা গেছে, হামলার শিকার এফবি শাহনাজ ট্রলারের মালিক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা গ্রামের জালাল ভাওয়ালী। অপরদিকে ফিশিং ভ্যাসেল সি-হার্টের মালিক চট্টগ্রামের আবদুল কাদের নামের এক ব্যক্তি। 

ট্রলার মালিক জালাল ভাওয়ালী বলেন, 'এ বছর সাগরের সকল ট্রিপ গুলোতেই লস হয়েছে। এমনিতেই দুরবস্থার মধ্যে আছি। এর মধ্যে যদি এ রকম জলদস্যুরমতো হামলা করা হয় তাহলে পথে বসা ছাড়া উপায় নেই। আমি এর বিচার চাই।' 

ফিশিং ভ্যাসেলের (ট্রলি) মালিক চট্টগ্রামের আব্দুল কাদের বলেন, 'জেলেদের ওপর হামলার ঘটনা আমার জানা নেই। আপনাদের কাছেই জেনেছি। আমার জাহাজের মাস্টারের কাছে খোঁজ নিয়ে দেখছি।' 

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ফিসিং ভ্যাসল এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটিয়েছে। আমরা বুঝি না কেনো আমাদের ট্রলারগুলোর ওপর বারবার হামলা চালানো হয়। বিষয়টি নিয়ে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমরা জাহাজের মালিকের সঙ্গে কথা বলেছি। আশা করছি সুষ্ঠু সমাধান পাবো।' 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ