হোম > সারা দেশ > বরিশাল

একটু বৃষ্টিতেই কবরস্থানে জমে পানি

মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী

একটু বৃষ্টিতেই পটুয়াখালী শহরের পৌর কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। শুকনো মৌসুমের তুলনায় বর্ষা মৌসুমে মরদেহ দাফন করতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। পৌরবাসীর দাবি, কবরস্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসনের পাশাপাশি নতুন কবরস্থান নির্মাণ করবে পৌর কর্তৃপক্ষ।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৮৯২ সালে পটুয়াখালী পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য সে সময়ে প্রায় সাত একর জমিতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি কবরস্থান নির্মাণ করা হয়। তবে বর্তমানে পৌর কবরস্থানে জায়গা না থাকায় পুরোনো কবরগুলোর ওপরেই নতুন করে মরদেহ দাফন করা হয়।

সরেজমিনে পৌর কবরস্থানে দেখা যায়, কবরস্থানের গেট পেরিয়ে ভেতরে এগোতেই চোখে পড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে আছে ভেতরের সড়কটি। ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।

কবরস্থানের খাদেম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কবরস্থানে জলাবদ্ধতা নতুন নয়, প্রতিবছরই হয়ে থাকে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানের জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানিটা জমছে, সে পানিটা না জমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানি জমেছে তা যেন না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর পৌর এলাকার পাশে আধুনিক কবরস্থানের প্রকল্প উন্নয়নের কাজ শুরু করছি। আশা করছি কাছাকাছি সময়ের মধ্যে আধুনিক কবরস্থানের নির্মাণকাজ শুরু করতে পারব।’

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ