হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ব্যবসায়ী মিজান ঘরামিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আবুল কালাম হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর নবারের হাটে মিজান ঘরামীর ওপর হামলার ঘটনা ঘটে। মিজান ঘরামি চরলক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদের ঘরামির ছেলে এবং মুলাদী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর নবাবের হাটে একটি মুদি দোকান আছে। 

গতকাল রোববার সকালে চরলক্ষ্মীপুর গ্রামের হারুন শরীফ ও আবুল কালাম হাওলাদারের নেতৃত্বে হামলা চালিয়ে তাঁর দোকান ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন তিনি। ওই ঘটনায় তাঁর ছোটভাই মনির ঘরামি বাদী হয়ে ১২ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বলেন, ‘ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আবুল কালাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা