পিরোজপুর (ভান্ডারিয়া): পিরোজপুরের ভান্ডারিয়ায় জামাল তালুকদার নামে এক ওষুধ ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ। গত সোমবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।
নিখোঁজ ব্যবসায়ীর ভাই শহীদ তালুকদার জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হন জামাল তালুকদার। এরপর আর তার কোন সন্ধান মিলছে না। তার সঙ্গে থাকা মোবাইল (ফোন যার নম্বর ০১৭৪০৬৩৮৯১২) নম্বরটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ ওই ব্যবসায়ীর স্ত্রী রুমা বেগম এ বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মেহেদি হাসান বলেন, ওষুধ ব্যবসায়ীর স্ত্রী তার স্বামী নিখোঁজ বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তাকে উদ্ধারে সন্ধান চালাচ্ছে।