আদালতের আদেশে সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় তিনি রেজিস্ট্রার পদে যোগ দেন।
মনিরুল ইসলামের যোগদানের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সাল মাহমুদ রুমি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার হলেন মনিরুল ইসলাম। নৈতিক স্খলনের অভিযোগে ২০১৯ সালের ১০ এপ্রিল তাঁকে চাকরিচ্যুত করেছিলেন তৎকালীন উপাচার্য ইমামুল হক।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, মিথ্যা অভিযোগ তুলে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল। এর বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হলে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে তাঁকে স্বপদে বহাল করতে উপাচার্যকে নির্দেশ দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর যোগদানপত্র গ্রহণ না করে ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আদালত ওই আপিল বাতিল করে দিলে আজ সন্ধ্যা ৬টায় তিনি রেজিস্ট্রার পদে যোগ দেন।
এর আগে আদালতের নির্দেশে যোগদান করতে না দেওয়ায় উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করেছিলেন মনিরুল ইসলাম।