হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরের গোড়াচাঁদ দাস সড়কে সিটি করপোরেশনের (বিসিসি) একটি স্থাপনা দখলমুক্ত করতে গিয়ে বিএনপির কর্মীদের তোপের মুখে পড়েন বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। তিনি প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

আজ শনিবার বিকেলে এ ঘটনার পর ইফতারের আগে অতিরিক্ত পুলিশ এসে বিভাগীয় কমিশনারকে নিরাপদে নিয়ে যায়।

জানা গেছে, গোড়াচাঁদ দাস রোডে এবং ঈশ্বর বসু সড়কের সংযোগ মুখে আওয়ামী লীগ আমলে সিটি করপোরেশন একটি আধা পাকা কক্ষের ভবন নির্মাণ করে। তখন সেটি ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। আওয়ামী লীগের পতনের পর সেটি ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা ব্যবহার করছেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিসিসির সভায় প্রতিটি ওয়ার্ডে একটি স্থায়ী কাউন্সিলর কার্যালয় করার সিদ্ধান্ত হয়েছে। বিসিসির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনার আজ শনিবার বিকেলে ১৬ নম্বর ওয়ার্ডের কক্ষটি পরিদর্শনে যান।

এ সময় সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। বিভাগীয় কমিশনারের সঙ্গে বিএনপির কর্মীদের তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে ঘিরে রাখেন বিএনপির কর্মীরা।

ঘটনার সময়ে সেখানে উপস্থিত থাকা বিএনপির কর্মী মুরাদুল ইসলাম হিমেল জানান, স্থাপনাসংলগ্ন একটি জমি একজন চিকিৎসক কিনেছেন ক্লিনিক করার জন্য। সেটির সৌন্দর্যবৃদ্ধির জন্য কার্যালয় স্থাপনার জমি লিজ নেওয়ার পাঁয়তারা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। এলাকাবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বিভাগীয় কমিশনারের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, তিনি ঢাকায় আছেন। এ বিষয়ে কিছু জানেন না।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ