হোম > সারা দেশ > বরিশাল

রূপন একজন পাগল, রুচিহীন, বিকৃত ছেলে: স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে বিএনপি নেত্রী

সাখাওয়াত ফাহাদ, বরিশাল থেকে

বরিশাল সিটি নির্বাচনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন নৌকা মার্কার পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. কামরুল আহসান (রূপন)। তিনি বলেন, তাঁর অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর তিনি বিএনপির এই নেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ করেন। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা তিনি হেনস্তার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।

কামরুলের অভিযোগের বিষয়ে বিলকিস আক্তার জাহান শিরিন আজকের পত্রিকাকে বলেন, ‘রূপন একজন পাগল, রুচিহীন, বিকৃত একটা ছেলে। তাঁর কোনো রুচিবোধ নাই বলেই তিনি এই ধরনের একটা কথা বলেছেন। আমার ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সততা ও আদর্শ নিয়ে আমি রাজনীতি করি। এগুলো কোনো অভিযোগ হলো।’

মো. কামরুল আহসান জানান, বিলকিস জাহান শিরিন ও নৌকার মেয়র প্রার্থীর শ্বশুরবাড়ি একই ওয়ার্ডের। তাঁরা আত্মীয় হন। তিনি বলেন, ‘শিরিন নৌকার প্রার্থীর অধীনে বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন। এগুলোর অডিও এবং কল রেকর্ড আছে। তিনি সরাসরি বিভিন্নজনের কাছে নৌকার পক্ষে ভোট চাইছেন।’ 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকেও তিনি হেনস্তার শিকার হচ্ছেন জানিয়ে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘এখন পর্যন্ত আমার পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন বিভিন্নভাবে নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। ৩ তারিখে তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করেছে।’ রাতে কাউনিয়া থানায় তাঁর কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে তাঁর সঙ্গে অসদাচরণ করা হয় বলে জানান তিনি। 

গ্রেপ্তারের বিষয়ে কাউনিয়া থানার ওসি এম আর মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৩টার দিকে সন্দেহজনক ঘোরাফেরার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

নির্বাচনী ইশতেহারে কামরুল আহসান জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার জন্য ‘মেয়রের জবাবদিহির, নগরবাসীর অধিকার’ শীর্ষক ত্রৈমাসিক কর্মসূচি চালু, সিটি করপোরেশনের দরপত্র ও সম্পদ স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালনা করা, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নারীদের কর্মমুখী কারিগরি শিক্ষা প্রদান, বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করা, হকারদের পুনর্বাসন ও নগরীতে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ ৩০টি প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫