হোম > সারা দেশ > বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ ফয়জুল করিমকে মনোনীত করেছে। তিনি দলটির সিনিয়র নায়েবে আমির ও নগর সভাপতি। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার বিকেলে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।

নগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল মহড়া দিয়ে ঘোষণাস্থলে উপস্থিত হন।

মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম এর আগে বরিশাল-৫ (সদর) আসন থেকে একাধিকবার এমপি প্রার্থী হয়েছেন। তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং দক্ষ সংগঠক। নগরে তাঁর নেতা-কর্মী ও সমর্থক রয়েছে ব্যাপক।

নাম ঘোষণার পর প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলের আমির মুফতি রেজাউল করিম। এ সময় হাতপাখা প্রতীকের স্লোগানে চরমোনাই ময়দান মুখরিত হয়ে ওঠে।

এ সময় দলের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘আমি বরিশালের মেয়র নয়, খাদেম হতে চাই। বরিশাল নগরে শান্তি প্রতিষ্ঠা করব। নগরবাসীর অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘অনেক বিপদ আসবে। সরকারকে মেসেজ দিতে চাই, নির্বাচনে অন্যায়ভাবে অনিয়ম করার চেষ্টা করলে ক্ষমতার মসনদ কাঁপিয়ে দেওয়া হবে।’

এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ষড়যন্ত্র করেও চরমোনাই ইউপি নির্বাচনে হাতপাখার বিজয় ঠেকাতে পারেনি। বরিশাল সিটি আমাদের জন্মস্থান। বিগত সিটি নির্বাচনে কীভাবে মেয়র নির্বাচিত হয়েছে এবং পরে দায়িত্ব পালন করেছে তা সকলের জানা আছে। নগরবাসী যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, এর প্রয়োজন মনে করেই প্রার্থী দিয়েছি।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু