হোম > সারা দেশ > বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ ফয়জুল করিমকে মনোনীত করেছে। তিনি দলটির সিনিয়র নায়েবে আমির ও নগর সভাপতি। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার বিকেলে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।

নগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল মহড়া দিয়ে ঘোষণাস্থলে উপস্থিত হন।

মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম এর আগে বরিশাল-৫ (সদর) আসন থেকে একাধিকবার এমপি প্রার্থী হয়েছেন। তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং দক্ষ সংগঠক। নগরে তাঁর নেতা-কর্মী ও সমর্থক রয়েছে ব্যাপক।

নাম ঘোষণার পর প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলের আমির মুফতি রেজাউল করিম। এ সময় হাতপাখা প্রতীকের স্লোগানে চরমোনাই ময়দান মুখরিত হয়ে ওঠে।

এ সময় দলের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘আমি বরিশালের মেয়র নয়, খাদেম হতে চাই। বরিশাল নগরে শান্তি প্রতিষ্ঠা করব। নগরবাসীর অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘অনেক বিপদ আসবে। সরকারকে মেসেজ দিতে চাই, নির্বাচনে অন্যায়ভাবে অনিয়ম করার চেষ্টা করলে ক্ষমতার মসনদ কাঁপিয়ে দেওয়া হবে।’

এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ষড়যন্ত্র করেও চরমোনাই ইউপি নির্বাচনে হাতপাখার বিজয় ঠেকাতে পারেনি। বরিশাল সিটি আমাদের জন্মস্থান। বিগত সিটি নির্বাচনে কীভাবে মেয়র নির্বাচিত হয়েছে এবং পরে দায়িত্ব পালন করেছে তা সকলের জানা আছে। নগরবাসী যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, এর প্রয়োজন মনে করেই প্রার্থী দিয়েছি।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা