হোম > সারা দেশ > বরগুনা

২ লাখ টাকা নিয়ে নিখোঁজ, ৪ দিন পর অচেতন অবস্থায় যুবককে উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আমতলী থানা। ছবি: সংগৃহীত

দুই লাখ টাকা নিয়ে নিখোঁজের চার দিন পর মেহেদী হাসান বায়েজিদ (২২) নামে এক যুবককে বরগুনার আমতলী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে স্থানীয় এক অটোচালক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় বিকাশ থেকে দুই লাখ টাকা তুলে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।

জানা গেছে, আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের বাদল সরদারের ছেলে মেহেদী হাসান বায়েজিদ ঢাকার ডেমরা থানা এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরে বিকাশ থেকে দুই লাখ টাকা তুলে অফিসে যাচ্ছিল। এর পর থেকে মেহেদী নিখোঁজ হন।

এ ঘটনায় শুক্রবার ডেমরা থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। গতকাল রাত সাড়ে ১০ টিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে এক অটোচালক অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তিনি তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীর বাবা বাদল সরদারের অভিযোগ, তাঁর ছেলে মেহেদীকে অফিসের লোকজন মারধর শেষে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে গেছেন। তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা) তার জ্ঞান ফেরেনি।’

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক