হোম > সারা দেশ > বরিশাল

নছিমনের চাপায় বৃদ্ধ নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় নছিমনের চাপায় আফজাল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আফজাল মোল্লা পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রতন মোল্লার ছেলে। তিনি পেশায় রিকশা ও সাইকেলের মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ ও মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া গতির একটি নছিমন ওই বৃদ্ধকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। একই সঙ্গে ঘাতক নছিমনসহ চালককে পুলিশে সোপর্দ করি।’

নিহত ব্যক্তির ভাগনে দুলাল বলেন, ‘আজ বরগুনা আদালতে জমিসংক্রান্ত মামলার তারিখ ছিল। তাই সকালে পাথরঘাটা থেকে সাইকেলযোগে বরগুনায় যাচ্ছিলেন তিনি। পরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতির নছিমনের চাপায় আমার মামা মারা যান।’

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক নছিমনসহ চালক ছগির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ