হোম > সারা দেশ > বরিশাল

নছিমনের চাপায় বৃদ্ধ নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় নছিমনের চাপায় আফজাল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আফজাল মোল্লা পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রতন মোল্লার ছেলে। তিনি পেশায় রিকশা ও সাইকেলের মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ ও মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া গতির একটি নছিমন ওই বৃদ্ধকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। একই সঙ্গে ঘাতক নছিমনসহ চালককে পুলিশে সোপর্দ করি।’

নিহত ব্যক্তির ভাগনে দুলাল বলেন, ‘আজ বরগুনা আদালতে জমিসংক্রান্ত মামলার তারিখ ছিল। তাই সকালে পাথরঘাটা থেকে সাইকেলযোগে বরগুনায় যাচ্ছিলেন তিনি। পরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতির নছিমনের চাপায় আমার মামা মারা যান।’

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক নছিমনসহ চালক ছগির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার