হোম > সারা দেশ > বরিশাল

১৯ জুন থেকে বরিশালে আবারও টিকা প্রদান কার্যক্রম শুরু

প্রতিনিধি

বরিশাল: বরিশালে নতুন করে এসে পৌঁছেছে ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামী ১৯ জুন থেকে টিকা প্রদান কার্যক্রম আবার শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মো. মনোয়ার হোসেন।

সিভিল সার্জন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্যাকসিনবাহী গাড়ি ঢাকা থেকে রওনা হয় এবং আজ ভোর রাতেই বরিশাল এসে পৌঁছেছে। আমরা ভ্যাকসিন রিসিভ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিন প্রথম ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

সিভিল সার্জন আরও বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৬৬ বক্সের প্রতিটিতে ৬০০ ডোজ করে ভ্যাকসিন রয়েছে। যারা রেজিস্ট্রেশন করেছে তাঁদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে। আশা করছি ১৯ জুন থেকে কার্যক্রম শুরু করা যাবে।

ভ্যাকসিন গ্রহণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ বাকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরিশালে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। করোনার ভ্যাকসিন শেষ হওয়ার কারণে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার