হোম > সারা দেশ > বরিশাল

১৯ জুন থেকে বরিশালে আবারও টিকা প্রদান কার্যক্রম শুরু

প্রতিনিধি

বরিশাল: বরিশালে নতুন করে এসে পৌঁছেছে ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামী ১৯ জুন থেকে টিকা প্রদান কার্যক্রম আবার শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মো. মনোয়ার হোসেন।

সিভিল সার্জন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্যাকসিনবাহী গাড়ি ঢাকা থেকে রওনা হয় এবং আজ ভোর রাতেই বরিশাল এসে পৌঁছেছে। আমরা ভ্যাকসিন রিসিভ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিন প্রথম ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

সিভিল সার্জন আরও বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৬৬ বক্সের প্রতিটিতে ৬০০ ডোজ করে ভ্যাকসিন রয়েছে। যারা রেজিস্ট্রেশন করেছে তাঁদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে। আশা করছি ১৯ জুন থেকে কার্যক্রম শুরু করা যাবে।

ভ্যাকসিন গ্রহণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ বাকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরিশালে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। করোনার ভ্যাকসিন শেষ হওয়ার কারণে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ