হোম > সারা দেশ > বরিশাল

জন্মসনদের ভার্সন পরিবর্তনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

অনলাইনে জন্মনিবন্ধন ফরম বাংলা ভার্সন থেকে ইংরেজি ভার্সনে প্রস্তুত করে দেওয়ার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে অপারেটরের বিরুদ্ধে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই সেবা কেন্দ্রের অপারেটর মো. শাহ আলম প্রকাশ্যে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক। এমনকি চাহিদামত টাকা দিতে না পারায় অনেক দরিদ্র শিক্ষার্থীকে নিবন্ধন ফরম ইংরেজি ভার্সন না করেই ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, একাধিক শিক্ষার্থীর তথ্য অনুযায়ী বিদ্যালয়ের ইউনিক আইডির ফরম পূরণ করতে জন্মসনদ ইংরেজি করতে হবে। এ কারণে সোমবার সকাল থেকে কয়েকশ শিক্ষার্থী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে ভিড় করে জন্মনিবন্ধন ফরম ইংরেজি ভার্সন করার জন্য। এ সময় অভিযুক্তকে প্রকাশ্যেই টাকা নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে কলাপাড়ায় না থাকার সুযোগে শাহ আলম এ টাকা আদায় করছেন। চাকামইয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মো. শাহ আলম ডেপুটেশনে কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে কর্মরত থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন। 

এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে শাহ আলম সেবাকেন্দ্র তালাবদ্ধ করে দেন। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তারা সকাল থেকে অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চাহিদামত টাকা দিতে না পারায় তাদের কাগজ নিচ্ছেন না। 

নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের প্রভাষ সরকার নামে একজন অভিভাবক বলেন, ‘৩০০ টাকা দিয়ে ছেলের জন্মনিবন্ধন ইংরেজি ভার্সন করেছি। সবাইকে বিভিন্ন পরিমাণে টাকা দিতে হয়েছে।’  

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ীই তিনি টাকা নিচ্ছেন। অনেককে বিনা টাকায় কাজ করে দিয়েছেন। 

তবে, সরকারি ফি তিন শ’ বা পাঁচ শ’ টাকা কিনা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। 

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, তিনি নির্বাচনী দায়িত্বপালনে বাউফলে আছেন। তবে সরকারি নিয়মের বাইরে টাকা নেওয়ার কথা না। বিষয়টি জেনে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত