হোম > সারা দেশ > বরিশাল

অস্ত্র ধরে ছিনতাই করতে গিয়ে যুবলীগ কর্মী আটক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকালে রাকিব মালকে আটক করে ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকালে রাকিব মাল (২৮) নামের এক যুবককে আটক করা হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের আমানতগঞ্জ বাজারে তাঁকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। রাকিব মাল সফিপুরের পশ্চিম বালিয়াতলী গ্রামের নাসির উদ্দীন মালের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি চার-পাঁচ দিন ধরে সফিপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন বলে জানান ওই বাজারের ব্যবসায়ীরা।

আমানতগঞ্জ বাজার কমিটির সভাপতি হাফেজ আব্দুল হান্নান জানান, আজ বেলা ১১টার দিকে বাজারের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে এক নারী বসেছিলেন। ওই সময় রাকিব মাল নারীর সামনে দেশীয় অস্ত্র (বড় চাকু) ধরে ভয় দেখান এবং সঙ্গে যা আছে দিতে বলেন। ওই নারী ১ হাজার টাকা ও মোবাইল ফোন দিয়ে ভয়ে ডাকচিৎকার দেন। চিৎকার শুনে বাজারের ব্যবসায়ীরা মোবাইলের দোকানে গিয়ে রাকিব মালকে আটক করে পুলিশে খবর দেন। পরে সফিপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রাকিব মাল ইউনিয়ন যুবলীগের সদস্য এবং তাঁর নামে ঢাকায় একাধিক মামলা রয়েছে। নেশার টাকা জোগাড় করতে তিনি কয়েক দিন ধরে এলাকায় ছিনতাই করছিলেন। টাকার জন্য তিনি তাঁর বাবা-মাকে মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকালে রাকিব মালকে আটক করে ব্যবসায়ীরা পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ