হোম > সারা দেশ > বরগুনা

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে দুইটি ট্রলার ডুবি, নিহত ১ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

আবহাওয়া খারাপ থাকায় গভীর বঙ্গোপসাগর থেকে ঘাটে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে ট্রলার মালিক রুহুল আমিন খানের (৫০) মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারগুলোতে গুরুতর অবস্থায় থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, ট্রলারগুলোর মধ্যে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় রুহুল আমিন খানের মালিকানা একটি ও জসিম উদ্দিনের একটি রয়েছে। ট্রলার দুইটির মালিকের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ট্রলারসহ বাকি জেলেদের উদ্ধারের জন্য আরেকটি ট্রলার সাগরে পাঠানো হয়। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ায় সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ে কবলে পরে ৬ জেলেসহ রুহুল আমিন খানের ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা ৫ জন জেলে সাঁতরে উঠতে পারলেও ট্রলার মালিক রুহুল আমিন খান বেরিয়ে আসতে পারেনি। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। 

অপরদিকে সুন্দরবন এলাকার কচিখালী এলাকায় জসিম উদ্দিনের মালিকানাধীন আরও একটি ট্রলার ডুবে যায়। উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধার করে ঘাটে আনার জন্য অপর একটি ট্রলার পাঠানো হয়েছে। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ