হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় বিজয়ী প্রার্থীর ৪ কর্মী আহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কালাপাড়ায় পরাজিত দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের ৪ কর্মী আহত হয়েছেন। 

আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষারকে (২২) উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোতালেব তালুকদারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন সমর্থকেরা। এ সময় চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌঁছালে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান কোক্কার ছেলে শিমু মিরার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

এতে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোকছেদ এবং তুষারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার