হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত ৩ জনের মৃত্যু, আহত ১

বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে বসতঘর সংস্কার করতে গিয়ে টিনে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিফুর রহমান আরিফ (৩০) নামের আরও একজনকে গুরুতর অবস্থায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঢলুয়া ইউনিয়নের হারুন অর রশীদের ছেলে মো. হেলাল (৩৫), জলিল খানের ছেলে রবিউল খান ও শাহজাহান পহলানের ছেলে বেলায়েত পহলান (৪০)। তাঁদের মধ্যে হেলাল ও বেলায়েত আপন মামাতো ফুফাতো ভাই। এ ছাড়া রবিউল ও হেলাল চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী হেলালের চাচা মতিউর রহমান বলেন, হেলাল প্রায় ১৩ বছর মালয়েশিয়ায় থাকার পর মাসখানেক আগে দেশে ফিরে সম্প্রতি টিনের ঘর ভেঙে পাকা দালানের ঘর তৈরির কাজ শুরু করেন। শনিবার বেলা ১টার দিকে টিনের চালা খুলতে গেলে ওই চালা পাশের পল্লী বিদ্যুতের সংযোগ তারের ওপর পড়ে গিয়ে টিনে বিদ্যুতায়িত হয়। এ সময় হেলাল, রবিউল, বেলায়েত ও আরিফ এই চারজন বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাঁদের বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক মো. ফরহাদ হোসেন পরীক্ষার পর হেলাল, রবিউল ও বেলায়েতকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরিফকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই এলাকাটি খুবই প্রত্যন্ত ও যোগাযোগব্যবস্থা খারাপ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য স্বজনদের প্রায় এক কিলোমিটার কাদার রাস্তা পাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছাতে হয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসতে পারলে হয়তো তাদের বাঁচানো সম্ভব হতো। এটা নিছক সচেতনতামূলক দুর্ঘটনা, আমরা খুবই মর্মাহত।’

বরগুনা পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আরব আলী বলেন, ‘কেউ ঘর সংস্কার করতে চাইলে আমাদের কাছে আবেদন করে অনুমতি নিতে হয়। আমরা সংযোগ পরীক্ষা-নিরীক্ষা করে বিচ্ছিন্ন ও নিরাপদ করার পর অনুমতি দিয়ে থাকি। কিন্তু এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের অবহিত না করে অনুমতি ছাড়াই ঘরের সংস্কারকাজ শুরু করেছে। যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে।’

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফয়সাল আহমেদ বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এটি নিছক দুর্ঘটনা নাকি দায়িত্বে অবহেলা, আমরা তদন্ত করে দেখব। আপাতত নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার করে টাকা আমরা আর্থিক সহযোগিতা দিচ্ছি।’

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত