হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদ বিএনপির পার্টি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

বিএনপির কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়া টেবিল। ছবি: আজকের পত্রিকা

নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের শেহাংগল টেম্পো স্ট্যান্ড-সংলগ্ন শাখা পার্টি অফিসে ওই আগুন দেওয়া হয়েছে।

আগুনে অফিসের পোস্টার, লিফলেটসহ টেবিল-চেয়ার পুড়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন।

সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাদের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমাউন কবির ব্যাপারীর নির্দেশে অফিসে আগুন দেওয়া হয়েছে।

ইউনিয়ন বিএনপির পার্টি অফিস-সংলগ্ন চা দোকানি মো. মাহাবুব হোসেন তালুকদার বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বিকট আওয়াজ আসে অফিস থেকে। এগিয়ে গিয়ে দেখতে পারি অফিসের ভেতরে আগুন জ্বলছে। এ সময় ডাক-চিৎকারে অনেকে এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

সমেদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসে এই আগুন লাগানো হয়েছে। ৫ আগস্টের পর থেকে হুমাউন বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক হয়।’

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির ব্যাপারী বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তাদের অভিযোগ মিথ্যা।’

নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত বলেন, ‘বিএনপির পার্টি অফিসে আওয়ামী লীগ ছাড়া কেউ ওই আগুন দিতে যাইনি। এ কাজ আওয়ামী লীগের। এ বিষয়ে থানার ওসিকে জানানো হয়েছে।’

ওসি বনি আমীন বলেন, আগুনের ঘটনা শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা