হোম > সারা দেশ > পটুয়াখালী

আলীপুরে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই ট্রলারে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন জেলে আহত হন। বুধবার সন্ধ্যায় উপজেলার মৎস্য বন্দর আলীপুর আড়তঘাটে ঘটনাটি ঘটে। এর মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর (২৮), রকিবুল হাওলাদার (২৮), দুলাল হাওলাদার (৫০), মামুন মুসুল্লী (২৩) ও হাসান মাতুব্বরকে (২৪) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও আহত জেলেদের সূত্রে জানা যায়, আলীপুরের মনিফিস নামের একটি আড়ত ঘাটে রাকিবের মাছধরার একটি ট্রলার নোঙর করা ছিল। এ সময় দোলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জেলে আহত হন। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসায় নিয়েছে। বাকি ৫ জন জেলেকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি মো. অনছার উদ্দিন মোল্লা বলেন, মৎস্য আড়ত ঘাটে ট্রলার নোঙর করাকে কেন্দ্র করে দুই জেলেদের মাঝে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ