বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টায় নগরের বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই মাঠে ঈদের নামাজ আদায় করবেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
এ ছাড়া নগরের কয়েকটি বড় মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বায়তুল মোকারম মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং জামে কসাই মসজিদ ও এবায়েদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত হবে।
বরিশাল বিভাগের কয়েকটি মাদ্রাসায় প্রতিবছর বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেগুলোর মধ্যে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শর্ষিনা মাদ্রাসায় সকাল ৮টায় এবং ঝালকাঠী সদরের বাসন্ডা নেছারাবাদ মাদ্রাসায় সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।