হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রিয়াদ (৩০) নামে বাসের এক যাত্রী নিহত এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের ব্রিকফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রিয়াদের বাড়ি গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে রাজিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের ব্রিকফিল্ড নামক স্থানে পৌঁছালে আমতলী থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা আট যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এ সময় চিকিৎসকেরা গুরুতর আহতদের পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সেখানে রিয়াদ মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় বাস ও ট্রাক আটক করা হয়েছে। উভয় গাড়ির চালক ও সহযোগীরা পালিয়ে যান। এ বিষয়ে আমতলী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার