হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী। আজ মঙ্গলবার সকালে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পূর্ব সুজনকাঠি হাজি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রওশনা বেগম। তিনি পূর্ব পতিহার গ্রামের ভ্যানচালক মান্নান সরদারের স্ত্রী। 

জানা গেছে, ভ্যানচালক দম্পতি পতিহার থেকে রাজিহার এলাকায় রওনা দেন। পথে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পূর্বের একটি এতিমখানার সামনে গেলে তাঁদের ভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালকের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা নিহতের স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত