হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নানকের বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলল বিসিসি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলে বিসিসি। ছবি: সংগৃহীত

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর পৈতৃক বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নিয়মবহির্ভূতভাবে গেট স্থাপনের অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে সেটি খুলে নেয় বিসিসি। নানকের পরিবারের দাবি, নিজস্ব জমির সড়কে তারা গেটটি স্থাপন করেছিল।

জানা গেছে, নগরের ১৮ নম্বর ওয়ার্ড বটতলা এলাকায় আদম আলী হাজি সড়কে নানকের পৈতৃক নিবাস। সেখানে তাঁদের পরিবারের যৌথ মালিকানায় বহুতল ভবন রয়েছে। ভবনে যেতে ৮ ফুট প্রশস্ত একটি সড়ক রয়েছে। নানকদের ভবনের পর অন্যদের মালিকানাধীন আরও কয়েকটি ভবন ও প্লট রয়েছে।

নানকের প্রতিবেশী আব্দুল মালেক মুন্সী নামে জানান, সড়কটি সব মালিকের দেওয়া জমিতে করা হয়েছিল। নানকের ভাই নাসির উদ্দিন লিটু আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সড়কের মুখে গেট লাগান। নানকের পরিবারের ইচ্ছেমতো গেট খোলা ও বন্ধ করা হতো। এতে অন্য পরিবারগুলো ভোগান্তিতে পড়ে। সম্প্রতি তারা বিসিসিতে অভিযোগ দেয়। অবশ্য নানকের বাড়ির তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, ৮ ফুট প্রশস্ত সড়কটি নানকের পারিবারিক জমিতে করা হয়েছে। এরপরের প্লটমালিকদের বিকল্প সড়ক রয়েছে। ৫ আগস্টে ক্ষমতার পরিবর্তনের সুযোগ নিয়ে ওসব মালিকেরা সিটি করপোরেশনকে ব্যবহার করে গেট ভেঙে দিয়েছেন।

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর তাঁরা মাপজোখ করে দেখেছেন যে বিসিসির জমিতে গেটটি স্থাপন করা হয়েছে। এ জন্য গেটটি অপসারণ করা হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম