বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের চারটি পাখি মাছ। আজ মঙ্গলবার দুপুরে মাছগুলোকে কলাপাড়ার আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়।
মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতারা। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ীর কাছে সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
সূর্য মাঝি বলেন, গত শনিবার ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছ চারটি ধরা পড়ে।
ব্যবসায়ী সুমন মৃধা বলেন, ‘স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় মাছ ৪টি ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এর আগেও এ মাছ ঢাকায় বিক্রি করে লাভবান হয়েছি।’
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। মাছগুলো সেইল ফিশ নামে পরিচিত। তবে এর প্রাচুর্য বেশি নয়। আশা করছি আরও বড় বড় আকারে মাছ জেলেরা শিকার করতে পারবে।