হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর লাশ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন মোসা. লাইজু আক্তার (৪০)। তিনি জেলার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহানের মেয়ে। এ ছাড়া তিনি একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১ দিকে তাঁকে খুঁজতে খুঁজতে লাইজুর বাবার বাড়ির উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরে তাঁর লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় চৌকিদারকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।

নিহত লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরে মাথার সমস্যা নিয়ে ভুগতেছিল। বিভিন্ন সময়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা আবার খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসতাম। গত তিন দিন ধরে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি।’

আবদুস সোবহান আরও বলেন, ‘মেয়ের জামাই এখনো আমার মেয়েকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর খবর সে জানতে পারেনি। আজকে বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মেয়ের লাশ পাওয়া গেছে। তবে মাথায় সমস্যার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক