হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর লাশ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন মোসা. লাইজু আক্তার (৪০)। তিনি জেলার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহানের মেয়ে। এ ছাড়া তিনি একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১ দিকে তাঁকে খুঁজতে খুঁজতে লাইজুর বাবার বাড়ির উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরে তাঁর লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় চৌকিদারকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।

নিহত লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরে মাথার সমস্যা নিয়ে ভুগতেছিল। বিভিন্ন সময়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা আবার খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসতাম। গত তিন দিন ধরে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি।’

আবদুস সোবহান আরও বলেন, ‘মেয়ের জামাই এখনো আমার মেয়েকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর খবর সে জানতে পারেনি। আজকে বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মেয়ের লাশ পাওয়া গেছে। তবে মাথায় সমস্যার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ