হোম > সারা দেশ > বরিশাল

থানা হাজতে বিএনপি নেতাকে দেখতে গিয়ে আটক নাতি, আদালতে মুক্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির অবরোধ কর্মসূচিতে গিয়ে গ্রেপ্তার হন দাদা। তাঁকে থানায় দেখতে গেলে শফিউজ্জামান খান ফরিদকে ধরে গারদে ঢুকিয়ে দেয় পুলিশ। হাজতে ঢুকে দেখতে পান বাবা শোয়েবুজ্জামান খান শুভকেও আটক করা হয়েছে। পরে আদালতে তুললে দুজনকেই ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারক। 

ফরিদের দাদা মনিরুজ্জামান খান ফারুক বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক। আজ বুধবার সকালে নগরের সিঅ্যান্ডবি রোড থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে মনিরুজ্জামানের ছেলে ও নাতি মুক্তি পান। 

মনিরুজ্জামান খান ফারুকের ছেলে ও নাতিকে ফৌজদারি কার্যবিধির ৮১ ধারায় (ভবঘুরে ও সন্দেহভাজন) আটক দেখিয়ে আদালতে চালান করে পুলিশ। 

আজ বেলা ১১টার দিকে ফারুকের ছেলে শোয়েবুজ্জামান খান শুভকে নাজিরপুল থেকে এবং নাতি (শুভর ছেলে) শফিউজ্জামান খান ফরিদকে কোতোয়ালি থানা কম্পাউন্ড থেকে আটক করা হয়। এর আগে সকাল ৭টায় সিঅ্যান্ডবি সড়কে অবরোধের চেষ্টা করলে মনিরুজ্জামান খান ফারুকসহ বিএনপির ১৫ নেতা–কর্মীকে আটক করে পুলিশ। 

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম জানান, মনিরুজ্জামান খান ফারুকের ছেলে ও নাতি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। ছেলে পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন এবং নাতি পলিটেকনিকে লেখাপড়া করেন। ছেলে রিকশায় করে বাসায় যাওয়ার পথে নাজিরপুল এলাকা থেকে পুলিশ আটক করে। আটক বাবা ও দাদাকে দেখতে কোতোয়ালি থানায় গেলে নাতি ফরিদকেও আটক করা হয়। সন্ধ্যায় দুজনকে ৮১ ধারায় চালান দেওয়া হয়। আদালতে স্বীকারোক্তি নিয়ে ২০০ টাকা জরিমানা করে মুক্তি দেন বিচারক। 

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিভিন্ন ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, সেই অভিযোগের ধারায় আদালতে পাঠানো হয়েছে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার