অবরোধের সমর্থনে বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বরগুনা সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় তালা লাগিয়ে ব্যানার টানায় বরগুনা সরকারি কলেজ ছাত্রদল। বুধবার সন্ধ্যার পর বরগুনা সরকারি ও সরকারি মহিলা কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ভবন সহ বেশ কয়েকটি ভবনের কলাপসিবল গেটে তারা তালা ঝুলিয়ে ব্যানার দেয়। ব্যানারে ‘রাষ্ট্রের মেরামত চলছে, তাই সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা রয়েছে।
কলেজ সড়কের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব ইমরানের নেতৃত্বে বরগুনার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও ব্যানার লাগানো হয়েছে।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যার সময় এমন সংবাদের ভিত্তিতে আমাদের টহল টিম বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারি মহিলা কলেজ গেট থেকে ছাত্রদলের দুইটি ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। যারা এই ব্যানার লাগিয়েছে তাদেরকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।