হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচিত হওয়ার ১২ দিন পরই মারা গেলেন চেয়ারম্যান

নির্বাচিত হওয়ার ১২ দিন পরই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন ব্যাপারী। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। 

৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আমির হোসেন ব্যাপারী নাজিরপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। 

পারিবারিক সূত্রে জানা যায়, আমির হোসেন ব্যাপারী দীর্ঘদিন হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার ফলোআপ করার জন্য ঢাকা যান। শনিবার সন্ধ্যায় বাসা থেকে চিকিৎসকের চেম্বারে রওনা দেওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পর দ্রুত বিএসএমএমইউতে নিয়ে গেলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

আজ রোববার চার দফা জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

আমির হোসেন ব্যাপারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ সাংসদ আ স ম ফিরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য হারুন অর রসিদ প্রমুখ। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা