হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচিত হওয়ার ১২ দিন পরই মারা গেলেন চেয়ারম্যান

নির্বাচিত হওয়ার ১২ দিন পরই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন ব্যাপারী। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। 

৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আমির হোসেন ব্যাপারী নাজিরপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। 

পারিবারিক সূত্রে জানা যায়, আমির হোসেন ব্যাপারী দীর্ঘদিন হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার ফলোআপ করার জন্য ঢাকা যান। শনিবার সন্ধ্যায় বাসা থেকে চিকিৎসকের চেম্বারে রওনা দেওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পর দ্রুত বিএসএমএমইউতে নিয়ে গেলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

আজ রোববার চার দফা জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

আমির হোসেন ব্যাপারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ সাংসদ আ স ম ফিরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য হারুন অর রসিদ প্রমুখ। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার