হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী: বরিশালে দুই গ্রুপের মধ্যে মারামারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরিশালে দুই গ্রুপের মারামারি। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আজ বুধবার দুপুরের দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে মহানগর ছাত্রদলের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র‍্যালি করে। এতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ অনুষ্ঠিত র‍্যালিটি অশ্বিনীকুমার হলসংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে রওনা হয়ে কাকলির মোড়ের উদ্দেশে যাচ্ছিল। এরই মধ্যে পেছনে থাকা বেশ কিছু নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনার জেরে সদর রোড, কাকোলির মোড়, আগুরপুর রোডে মারামারিতে জড়িয়ে পড়েন নেতা-কর্মীরা।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘কর্মসূচি সফল করার জন্য আমি মঞ্চে ছিলাম। আমাদের অসংখ্য নেতা-কর্মী র‍্যালিতে অংশ নেন। হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তথ্যপ্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার