বরিশালে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আজ সোমবার পৃথক দুটি রায়ে এ দণ্ডাদেশ দেন।
ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর ঝালকাঠির দিয়াকুল গ্রামের এক কিশোরীকে (১৫) বরিশাল নগরীর আবসিক হোটেলে রেখে ধর্ষণ করেন বছির উদ্দিন (৪৮)। চিকিৎসক দেখাতে ওই কিশোরীকে তিনি বরিশালে এনেছিলেন। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে বছিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত বছিরকে কারাগারে পাঠানো হয়।