ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও চার নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ১ হাজার ১৫০ জন রোগী চিকিৎসাধীন।
মৃত চার নারী হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার এলাকার লিপি (৪২), বরগুনা জেলার আমতলী উপজেলার চালিতাবুনিয়া এলাকার অঞ্জলি রানী (৫০), ভোলার বোরহানউদ্দিন উপজেলার আয়েশা বেগম (৫০) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কহিনুর বেগম (৫৫)।
তাঁদের মধ্যে লিপি পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অঞ্জলি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া আয়েশা ও কহিনুর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৭৩ জন, পটুয়াখালীতে ৪৮, ভোলায় ৪২, পিরোজপুরে ৬৬, বরগুনায় ৫৩ ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।