হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ইমাম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের এক মসজিদের ইমামকে হত্যার মামলার পলাতক আসামি এক দম্পতিকে ঘটনার সাড়ে ৫ মাস পর রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

আবু তাহের মাঝি (৫১) ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে (৪২) এরই মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।

আজকের পত্রিকাকে ওসি মিজানুর বলেন, যাত্রাবাড়ীর ১ নম্বর গলি থেকে দুই আসামিকে বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গতকাল রোববার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে হত্যা মামলার আরেক আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।  

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় নুরুল ইসলাম ও তাঁর চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে পাওনা টাকার হিস্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করেন। 

স্বজনেরা তাঁদের প্রথমে চরফ্যাশন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকেলেই নূরুল ইসলাম মারা যান। এঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী বিবি মরিয়ম ৭ জনকে আসামি করে মামলা করেন। 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক