হোম > সারা দেশ > বরিশাল

মৃত ব্যক্তিসহ ১৩৭ জনের নামে টাকা উত্তোলন, ইউপি চেয়ারম্যানে বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মৃত ব্যক্তিসহ ১৩৭ জনের নামে টাকা উত্তোলন করার অভিযোগে বরিশালের মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান ও ৬ জন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আজ বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা আক্তার লিপি। বিচারক রাশেদুজ্জামান রাজা অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন। 

মামলায় অভিযুক্তরা হলেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (৬০), ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান সিকদার (৪৬), খলিলুর রহমান মৃধা (৬৬), মোহাম্মদ আলী বেগ (৪৭), মো. শাহজাহান (৪১), বশির সিকদার (৪০) ও আবুল বাশার হাওলাদার (৪৩)। 

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ বলেন, অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বরেরা অতি দারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩৭ জন শ্রমিকের নগদ অ্যাকাউন্টের পিন হস্তগত করে তাদের টাকা আত্মসাৎ করেছেন। তাদের মধ্যে শিমুল নামক এক মৃত শ্রমিকও রয়েছেন। এছাড়া অভিযুক্তরা বিভিন্ন প্রকল্পভুক্ত ১৭ দশমিক ২৯১ মেট্রিক টন চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। 

এ বিষয়ে জাতীয় পার্টি নেতা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে তিনি টিআর-কাবিখার কাজ দিয়েছিলেন। তারা কাজগুলো না করে টাকা আত্মসাতের চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ায় ইউপি সদস্য লিপিকে ব্যবহার করে মামলাসহ তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ওই আওয়ামী লীগ নেতারাসহ সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামলায় সাক্ষী হয়েছেন। এতেই বোঝা যায় ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা