হোম > সারা দেশ > বরগুনা

ঘূর্ণিঝড় মিধিলি: সাগরে ট্রলার ডুবে পাথরঘাটার ৩৯ জেলে নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে একটি ট্রলারের ৮ জেলে নিখোঁজ রয়েছে। ঝড়ে আরও দুই ট্রলারসহ ৩১ জন জেলের এখনো সন্ধান মেলেনি। এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জন জেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। 

আজ শনিবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সকালের দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আ. রহিম খলিফার মালিকানা এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪ জন উদ্ধার হলেও বাকি ৮ জনের কোনো খোঁজ মেলেনি। এ ছাড়াও মোহাম্মদ রফিকের মালিকানা এফবি এলাহি ভরসা ও আনোয়ারের মালিকানা এফবি তামান্না ট্রলারসহ ৩১ জেলেসহ নিখোঁজ রয়েছে।

ফিরে আসা জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোরে উপকূলে আসার চেষ্টার সময় হঠাৎ একটি বড় ঢেউ এসে ট্রলারটির ওপরে আছড়ে পড়লে ট্রলারটি উল্টে ডুবে যায়। এরপর আমরা সাগরে ভাসতে ভাসতে একটি ট্রলার দেখে চিৎকার দিলে তারা আমাদের ৪ জনকে উদ্ধার করে মহিপুর নিয়ে আসে। ফিরে আসা জেলেরা আরও জানান, বাকি ৮ জেলে কোথায় আছে তাদের জানা নেই।

ফিরে আসা জেলেরা হল নুরজ্জজামান মুন্সি আজগর মিয়া, মাসুম ও রাজিব। নিখোঁজ জেলেরা হলেন কালু মাঝি, জাফর, মজিবুর, ইউসুপ, ছত্তার, নাদিম, বেল্লাল ও ইয়াসিন। সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ এফবি এলাহি ভরসা ও এফবি তামান্না ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরারত অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্য দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে। এখনো দুটি ট্রলারে ৩১ জেলেসহ নিখোঁজ রয়েছে। 
৩৯ জেলে ও ট্রলার খোঁজার জন্য মালিক সমিতির দুটি ট্রলার পাঠানো হয়েছে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথভাবে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেছে।’

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ