হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাস, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে রহমত উল্লাহ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার সকালে ৭টার দিকে উপজেলার রজপাড়া ৬ লেন সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রহমত উল্লাহ রজপাড়া এলাকার খালেক শরীফের ছেলে। সে রজপাড়া দ্বীন এলাহি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে স্থানীয় মসজিদ (মক্তব) থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল রহমত উল্লাহ। এ সময় ৬ লেন এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে আসা একটি মাইক্রোবাস, বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা এবং পায়রা বন্দর ৬ লেন থেকে বের হওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পথচারী রহমত উল্লাহ, মাইক্রোবাসের যাত্রী সাকিব রেদোয়ান, অটো রিকশার চালক ইমরান মৃধা ও মোটরসাইকেল চালক মিরাজ মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় বিকেল ৪টায় সেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মরদেহ উদ্ধার কো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ