হোম > সারা দেশ > বরিশাল

কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দিতে এসে ববি ছাত্রলীগকর্মী কারাগারে

বরিশাল প্রতিনিধি

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। 

আটক এ. কে আরাফাত (২৫) বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিবিএ শেষ বর্ষের ছাত্র। আরাফাত স্বীকার করেছে সে ৩০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে রাজি হন। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের স্থানে প্রক্সি দিতে আসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত। তাঁর বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। আরাফাতের পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়। 
পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবি অমিল হয়। তখন জিজ্ঞাসাবাদে এ. কে আরাফাত স্বীকার করে ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছে। তাঁকে তাৎক্ষণিক আটক করা হয়। 

পরিদর্শক লোকমান হোসেন বৃহস্পতিবার জানান, আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। আরাফাত ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ