হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে গভীর রাতে বাসা থেকে ছেলে গ্রেপ্তার, ‘আতঙ্কে’ বাবার মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির নলছিটি থানা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে বাসা থেকে সুমন সরদার (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মো. হাবিব সরদার (৫৮) মারা যান।

পরিবারের সদস্যরা বলছেন, ছেলেকে গ্রেপ্তার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাবিব সরদার। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার সুমন সরদারকে ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

সুমনের পরিবারের সদস্যদের ভাষ্য, ওই রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল মারামারির একটি মামলায় সুমন সরদারকে গ্রেপ্তার করতে তাঁদের বাড়িতে যায়। পুলিশ সুমনকে গ্রেপ্তারের সময় আতঙ্কিত হয়ে পড়ে যান তাঁর বাবা হাবিব সরদার। এ সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন সরদার একটি ফৌজদারি মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা রয়েছে। নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সুমনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।’

সুমনকে গ্রেপ্তারের পর তাঁর বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম বলেন, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি শুনেছি। আসামির বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু