ভোলায় ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধানের বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স থেকে বিএডিসির সরকারি বীজসহ তাঁকে আটক করে।
এ সময় ব্যবসায়ী মানিক জব্দ করা মালামালের সপক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। পরে ডিলার সুলতান আহমেদের কাছ থেকে একটি মেমো নিয়ে আসেন, যা প্রমাণে ব্যর্থ হয়।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে মানিক ট্রেডার্স থেকে বিএডিসির ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধান বীজসহ মানিককে আটক করেছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ শুক্রবার বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা করেছে। জব্দ মালামালসহ মানিককে শুক্রবার সকালে ভোলার আদালতে পাঠানো হয়েছে।