পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯২ মণ ইলিশ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এসব মাছ মহিপুরের ঝুমুর অ্যান্ড ব্রাদার্স মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়।
এর আগে গত মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে।
জেলে ফরিদ মাঝি জানান, চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী ট্রলার নিয়ে তাঁরা গভীর সাগরে যান। প্রথম দিকে মাছ পাচ্ছিলেন না। মঙ্গলবার একবারেই এতগুলো মাছ ধরা পড়ে। দীর্ঘদিন পরে জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় অত্যন্ত খুশি ফরিদ মাঝি।