হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পরীক্ষাকেন্দ্রে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। আজ রোববার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই ছাত্রীর নাম সুমনা আক্তার (১৭)। সে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার সুমন মিয়ার মেয়ে। 

কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে ইংরেজি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। সকাল পৌনে ১০টার দিকে শ্রেণিকক্ষে সুমনা নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

শেবাচিম হাসপাতালের মেডিসিন-২ বিভাগের চিকিৎসক অতুল কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। তার পেট ওয়াশ করা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত।’ 

ছাত্রীর মা কলি বেগম জানান, শনিবার রাত ১১টা পর্যন্ত সে লেখাপড়া করেছে। সকালে তার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যায়। পরে কলেজ থেকে ফোনে তাকে জানানো হয়, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে সদর হাসপাতালে পৌঁছে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, সুমনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সুস্থ হলে তার কাছ থেকে আত্মহত্যা চেষ্টার কারণ জানা যাবে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম