হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে ২ স্কুলছাত্র নিহত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলো—ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মারুফ। আহত আরেকজন হলো নিহতদের সহপাঠী নাফিস। 

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, দুই দিন আগে ইন্দ্রকুল বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় একে অপরকে চড়থাপ্পড় মারে। পরে এরই জের ধরে বুধবার স্কুল ছুটির পর স্কুলসংলগ্ন ব্রিজের কাছে আগে থেকে ওত পেতে থাকা নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ, সিয়াম এবং নাফিসের ওপর আক্রমণ এবং ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যান । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারুফ এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে রাত সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়। 

পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি মর্মান্তিক। সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের