হোম > সারা দেশ > বরিশাল

পায়রা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্র ফাহিমের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার পায়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত শনিবার দুপুরের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় পায়রা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম। নিহত ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে বলে জানা গেছে। 

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতের ভেসে যায় ফাহিম। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার পরপর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নিখোঁজের দুই দিন পর আজ সকালে ফাহিমের মৃতদেহ পাওয়া যায়।’ 

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল বলেন, ‘ফাহিমের সঙ্গে থাকা তিন বন্ধু তীরে উঠে যেতে সক্ষম হয়। কিন্তু ফাহিম ডুবে যায়। আজ সকালে ফাহিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক