হোম > সারা দেশ > বরিশাল

৩০ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল যুবকের লাশ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

শাওন মাতুব্বর। ছবি: সংগৃহীত

বরিশালের আড়িয়াল খাঁ নদ থেকে শাওন মাতুব্বর (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে গৌরনদী-মুলাদীর হোসনাবাদ খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

শাওন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের রতন মাতুব্বরের ছেলে। গত সোমবার সকাল ৯টার দিকে হোসনাবাদ খেয়া পারাপারের সময় আড়িয়াল খাঁ নদে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এর ৩০ ঘণ্টা পর লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

হোসনাবাদ এলাকার খেয়াচালক মো. সোবাহান মাঝি জানান, শাওন মাতুব্বর খেয়ায় উঠতে গিয়ে পা পিছলে নদে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি তলিয়ে যান। ওই সময় দু-একজন যাত্রী তাঁকে ধরার চেষ্টা করেও নাগাল পাননি। পরে গৌরনদী ফায়ার সার্ভিস ও থানা-পুলিশে খবর দেওয়া হয়।

গৌরনদী থানার ওসি বলেন, গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী ও বরিশালের ডুবুরিরা নদে খোঁজ করে শাওনের সন্ধান পেতে ব্যর্থ হন। পরে লাশ ভেসে উঠলে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ