হোম > সারা দেশ > বরিশাল

বর এল পালকি নিয়ে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

যুগে সঙ্গে তাল মেলাতে গিয়ে হারিয়ে গেছে গ্রাম বাংলার বহু ঐতিহ্য। হারিয়ে গেছে বাংলার বিয়ে ও বিয়ে বাড়ির চিরচেনা রূপ। বিয়ে বাড়িতে পালকির দেখা মেলে না। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নে আলতাফ হোসেন বেপারীর ছেলে বাহাদুর বধূ নিতে পালকি নিয়ে আসেন। পার্শ্ববর্তী উপজেলা থেকে পালকিটি ভাড়া করেন তিনি।

দীর্ঘ দিন পরে পালকিতে বর দেখে অনেকেই উৎসাহ নিয়ে দেখতে যান। পালকির ঐতিহ্য ফেরাতে বাহাদুর বেপারীর উদ্যোগের প্রশংসা করেন অনেকে। একই গ্রামের দলিল উদ্দীন মৃধার মেয়ে তানহার সঙ্গে বিয়ে হয় তাঁর। 

চরকালেখান গ্রামের দেলোয়ার হোসেন খান জানান, বর্তমানে পালকি তেমন একটা পাওয়া যায় না। সবাই গাড়ি ব্যবহার করে। বাহাদুর বেপারী তার নববধূকে নেওয়ার জন্য পার্শ্ববর্তী গোসাইরহাট উপজেলার হাটুরিয়া গ্রাম থেকে পালকি এনেছেন। এটা ভালো উদ্যোগ। পরিবেশবান্ধব পালকির ব্যবহার নতুন প্রজন্মের কাছে পরিচিতি লাভ করবে। 

পালকির মালিক ইসমাইল সরদার বলেন, পরিবারের ঐতিহ্য ধরে রাখতে এখনও পালকির ব্যবসা করছেন। কিন্তু এখন অধিকাংশ মানুষ গাড়ি ব্যবহার করে। তাই তাদের তেমন একটা ডাক পড়ে না। মাঝে মধ্যে দূর থেকে দু’একটি বিয়েতে তাঁদের নিতে আসে। পালকি ভাড়া হলে ভালো লাগে, সঙ্গে আয়ও হয়। তবে নিয়মিত ডাক না পাওয়া পেশা বদলাতে হচ্ছে তাঁদের।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা