হোম > সারা দেশ > বরিশাল

স্কুল খুলেই আলমারিতে মিলল ২০০ ব্যালট

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

ইউনিয়ন নির্বাচনের আড়াই মাস পর বিদ্যালয়ের আলমারিতে কলম খুঁজতে গিয়ে মিলল কিছু ব্যালট পেপার ও দুইশ ব্যালটের মুড়ি। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নির্বাচনে পরাজিত প্রার্থীরা বলছেন, অনিয়ম করেই তাঁদের পরাজিত করা হয়েছিল সেটি এবার প্রমাণ হলো। 

আজ রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে মুড়িগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধার হওয়া মুড়িগুলো সদ্য অনুষ্ঠিত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনের। 

ওই স্কুলের দপ্তরি কাম নাইটগার্ড মিন্টু বয়াতি জানান, দুপুরে স্কুলের আলমারিতে কলম খুঁজতে গিয়ে ব্যালট পেপারের মুড়িগুলো পাওয়া যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকদের ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি জানানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, বিষয়টি এরই মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। 

ওই ওয়ার্ডের পরাজিত মেম্বার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো ফল পাওয়া যায়নি। এখন ব্যালট পেপারের মুড়ি পাওয়ায় নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি পরিষ্কার হলো। একই কথা বলেন, পরাজিত সংরক্ষিত সদস্য শিপ্রা রানী। তাঁরা বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ জুন অনুষ্ঠিত বার্থী ইউপি নির্বাচনে এই স্কুল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে নির্বাচনের আগের দিন আলমারির চাবি বুঝিয়ে দেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ সম্পন্ন করে চাবি হস্তান্তর করে চলে যান। স্কুল বন্ধ থাকায় এত দিন আলমারি খোলা হয়নি। 

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশিদ। 

ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ব্যালট ও দুইশ ব্যালটের মুড়ি পাওয়ার বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত হওয়া বার্থী ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে সোবাহান হাওলাদার ও সংরক্ষিত সদস্য হিসেবে শাহানাজ বেগম নির্বাচিত হয়েছেন।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা