হোম > সারা দেশ > ভোলা

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলা থেকে রাজধানীতে মাছ নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–ভোলার মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মনির হোসেন (২৬), একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মো. সুমন (৩০), আক্তার হোসেন (৩২) এবং সাতক্ষীরার সদর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩)। 

ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে ভোলার মনপুরা থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়া সময় আজ (মঙ্গলবার) ভোরে কুমিল্লার চান্দিনা বারেশ্বর এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে পড়ে মনপুরার তিন জনসহ চারজন নিহত হন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘মনপুরা থেকে নিহতদের স্বজন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লাশ নিয়ে আসা হলে তথ্য উদ্‌ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা