হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় শিশু নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় খাদিজা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম।

নিহত খাফিজা বাইনচটকী ফেরিঘাট এলাকার মো. হুমায়ন কবিরের মেয়ে। এ ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। জাহাঙ্গীর যশোর জেলার ছোট মেঘলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে খাদিজা সড়ক পার হচ্ছিলেন। এ সময়  যশোর থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা মালবাহী মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটকে ফেলে। পরে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে জাহাঙ্গীর আলমকে হস্তান্তর করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার