হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় শিশু নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় খাদিজা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম।

নিহত খাফিজা বাইনচটকী ফেরিঘাট এলাকার মো. হুমায়ন কবিরের মেয়ে। এ ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। জাহাঙ্গীর যশোর জেলার ছোট মেঘলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে খাদিজা সড়ক পার হচ্ছিলেন। এ সময়  যশোর থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা মালবাহী মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটকে ফেলে। পরে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে জাহাঙ্গীর আলমকে হস্তান্তর করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫