হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আ. লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে আজ রোববার দুপুরে সংঘর্ষের মধ্যে টুটুল চৌধুরী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বরিশাল মহানগরীর চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি। 

নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী ছিলেন। 

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন জানান, আজ রোববার দুপুর ২টার দিকে চৌমাথায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে মৃত্যু হয় টুটুলের। তিনি দলের ত্যাগী নেতা ছিলেন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আনোয়ার হোসেইন জানান, বেলা ২টার দিকে সিঅ্যান্ডবি রোড সংলগ্ন আমতলার মোড়ে আন্দোলনকারীরা টুটুল চৌধুরীকে বেদম মারধর করে। হাসপাতালে নেওয়ার হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, সকাল ১১টা থেকে চৌমাথা, নবগ্রাম রোড দখল করে রাখে ছাত্রলীগ-যুবলীগ। পরে বেলা ১২টার দিকে শত শত আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে চৌমাথা দখল করে নেয়। এ সময় তারা নবগ্রাম রোডে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা