হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আ. লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে আজ রোববার দুপুরে সংঘর্ষের মধ্যে টুটুল চৌধুরী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বরিশাল মহানগরীর চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি। 

নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী ছিলেন। 

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন জানান, আজ রোববার দুপুর ২টার দিকে চৌমাথায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে মৃত্যু হয় টুটুলের। তিনি দলের ত্যাগী নেতা ছিলেন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আনোয়ার হোসেইন জানান, বেলা ২টার দিকে সিঅ্যান্ডবি রোড সংলগ্ন আমতলার মোড়ে আন্দোলনকারীরা টুটুল চৌধুরীকে বেদম মারধর করে। হাসপাতালে নেওয়ার হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, সকাল ১১টা থেকে চৌমাথা, নবগ্রাম রোড দখল করে রাখে ছাত্রলীগ-যুবলীগ। পরে বেলা ১২টার দিকে শত শত আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে চৌমাথা দখল করে নেয়। এ সময় তারা নবগ্রাম রোডে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০